আন্তর্জাতিক

লেবাননে হামলা চালালো ইসরাইল

লেবানের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার (২৯ জুলাই) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এই হামলায় দুই জন নিহত হয়েছে। খবর- আলজাজিরা

এই হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইসরাইলি বাহিনী এই হামলার বিষয়ে আর কোনও তথ্য দেয়নি।

গেলো শনিবার ইসরাইলের গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়। এই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরাইল। আর হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন