খেলাধুলা

অলিম্পিকে ইসরাইলি অ্যাথলেটদের হত্যার হুমকি

ইসরাইলের তিন অ্যাথলেটকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে প্যারিস অলিম্পিকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের আইন কর্মকর্তারা। শুধু তাই নয়, শনিবার (২৭ জুলাই) ইসরাইল ও প্যারাগুয়ে ম্যাচে 'ইহুদিবিদ্বেষী' কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্স পুলিশ।

ইসরাইল সরকার অবশ্য এ বিষয়ে সতর্ক করেছিলেন ফ্রান্সকে। মূলত ইসরাইলি খেলোয়াড় ও পর্যটকদের ওপর হামলা হতে পারে বা এ বিষয়ে কোনো ষড়যন্ত্র কাজ করছে- এমন সতর্কবার্তাই ছিল।

ইসরাইলের অ্যাথলেটদের অবশ্য সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফ্রান্সের এলিট ট্যাকটিক্যাল ইউনিট এই নিরাপত্তায় কাজ করছে। শনিবারের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-২ গোলে পরাজিত হয় ইসরাইল। সেই ম্যাচে দর্শকদের কাছ থেকে কোন বিদ্বেষ ইসরাইলি খেলোয়াড়েরা পেয়েছেন কি না, তাই নিয়ে চলছে জোর তদন্ত।

গাজাতে চলমান সহিংসতা নিয়ে পুরো বিশ্ব সরব। অলিম্পিকের গ্যালারিতে ইসরাইল-বিরোধী স্লোগান শোনা গেছে। পাশাপাশি অনেক দর্শক ফিলিস্তিনের পতাকা নিয়ে এদিন মাঠে আসেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন