ক্রিকেট

ইংল্যান্ডের ফিরে আসায় খুশি ম্যাককুলাম

ওয়েস্ট ইন্ডিজকে টানা ৩ হারের তিক্ত স্বাদ 'উপহার' দিল ইংল্যান্ড। আসন্ন ২০১৫-২৬ অ্যাশেজের জন্য দলের উন্নতি দেখছেন ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককুলাম। পাশাপাশি এসব জয় থেকে অনুপ্রেরণা খোঁজারও থাকে বিশেষ কিছু।

লর্ডসে প্রথম ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালোভাবেই ফিরে আসার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ইংলিশদের দারুণ প্রতিদ্বন্দ্বিতার ফলে, সেসব চেষ্টা আর সফল হয়নি। ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর ইংল্যান্ড কিছুটা পিছিয়ে ছিল। মানসিকভাবে সেই সময়টার পরিবর্তন ঘটিয়েছে নিজেরাই। আর এবার উইন্ডিজদের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, তা আরও বেশি সাফল্য অর্জনের কথাই জানান দিচ্ছে।

কোচ ম্যাককুলাম জানান, 'মাঝেমধ্যে আপনি যখন হেরে যাবেন, আপনি কিছু জিনিসের প্রতিফলন দেখতে পারবেন। আমরা যা দেখছি এমন এক দল, যারা আরও কঠিন অনুভূতি নিয়ে ফিরে এসেছে।'

'আমি পুরো সিরিজের ফলাফল নিয়ে খুশি। আমার মতে, ওয়েস্ট ইন্ডিজের খুব ভালো বোলিং লাইন-আপ আছে। আমরা যেভাবে আমাদের ব্যাটিং ও প্রচেষ্টার মাধ্যমে এর প্রতিরোধ করেছি, সেটা ছিল দুর্দান্ত।'

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন