কেরালায় ভয়াবহ ভূমিধস, নিহত ৪১
বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে অনন্ত ৪১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের ঘটনায় ৭০ জনের বেশি আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ি, অসংখ্য মানুষ কেরালার চলিয়ার নদীর পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনাড় জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৪১ জনের মৃত্যু হয়েছে। আরও শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভূমিধসের পর উদ্ধার তৎপরতায় সব সরকারি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকেওসবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এই উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার অংশ নিয়েছে বলেও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
এমআর//