ঘুম থেকে আর ওঠা হলো না ঢাবি শিক্ষার্থীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অমিত সরকার নামে এক শিক্ষার্থীর ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রাতে জগন্নাথ হলের ৪০১১ নম্বর কক্ষে পড়ালেখা শেষে রাত দুইটার দিকে ঘুমিয়ে পড়ে সে। সকালে নাস্তা করার জন্য ডাকতে গেলে তাকে অচেতন অবস্থায় দেখতে পান অমিতের বন্ধুরা। অনেক ডাকাডাকির পরেও সে না উঠলে হাসপাতালে নেয়া হয় তাকে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উম্মে রুম্মান