দেশজুড়ে

৬ সমন্বয়ককে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসেনি : হারুন

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কসহ যাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

নাগরিক সমাজের পক্ষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে নেয়া হয়েছে, সেটি বন্ধ করা ও তাদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়াসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এসময়ে তাদের আল্টিমেটাম সম্পর্কে ডিবিকে অবহিত করার জন্য আজই ডিবি কার্যালয়ে যাবেন বলেও তিনি জানান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন