আন্তর্জাতিক

ইসরাইলে পাল্টা হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ

গত শুক্রবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে বড় হামলার হুমকি দেয় ইসরাইল।

ইসরাইলের এই হুমকিকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে হিজবুল্লাহ, এমনটিই আল জাজিরাকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা। এই নেতা বলেন, যদি ইসরাইলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরাইল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেন। কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন। যদিও এটির পরিধি কম হতে পারে।

অন্যদিকে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহ তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তর শুরু করেছে। যদিও হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই। কিন্তু ইসরাইল যদি হামলা চালায় তাহলে তারা এসব সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলে হামলা চালাবে।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন