আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহীতে বিদেশী পিস্তুল ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গেলো সোমবার রাত ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আটককৃত ব্যাক্তির নাম আবুজ্জোহা বাবু (৩৮)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

আজ মঙ্গলবার মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমারা জানতে পারি কিছু অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে চারঘাট মিয়াপুর এলাকায় দিয়ে যাচ্ছে। মোল্লাপাড়া ক্যাম্পের সদস্য ওই এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায়। এসময় একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে একটি কার্টুন জব্দ করে র‌্যাব। একই সাথে বাবু নামে একজনকে আটক করা হয়। পরে ওই কার্টুনের মধ্য থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি উদ্ধার হয়। তবে এর সাথে জড়িত আরো দুইজন র‌্যাবের চেকপোষ্ট দেখে পালিয়ে যায়।

আটক বাবুকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন