ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মাননা পেলেন ক্লাইভ লয়েড
পরপর দুইবার বিশ্বকাপ-জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েডকে সম্মান জানিয়েছে ক্যারিবিয়ানরা। অঞ্চলটির সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি’তে (ওসিসি) ভূষিত করা হয়েছে লয়েডকে।
ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের সাথে জড়িয়ে আছে ৭৯ বছর বয়সী লয়েডের নাম। তিনি ১৯৭০ এর শেষে এবং ১৯৮০ এর শুরুর দিকে উইন্ডিজদের সাফল্যে বড় ভূমিকা রাখেন। তার হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।
দুই দশক ধরে উইন্ডিজ ক্রিকেটে আধিপত্য দেখিয়েছেন লয়েড। তিনি প্রথম ক্যারিবিয়ান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০০ টি টেস্ট খেলেন। যার মধ্যে ৭৪ টি’তে অধিনায়কত্ব করেন তিনি, পরাজিত হয়েছেন ১২ টি ম্যাচে।
রবিবার (২৮ জুলাই) গ্রেনাডায় অনুষ্ঠিত ক্যারিবিয়ান সম্প্রদায়ের সরকার প্রধানদের সম্মেলনে লয়েডকে ওসিসি সম্মাননা দেওয়া হয়।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ডা. কিশোর শ্যালো উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। যেখানে তিনি লয়েড প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি জানিয়েছেন, এই পুরস্কারের মাধ্যমে একজন উপযুক্ত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো হচ্ছে।
খেলোয়াড় হিসেবে শেষ হলেও লয়েড নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিয়েছেন ক্রিকেটে। যেখানে দায়িত্ব পালন করেছেন কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারির ভূমিকায়।
এম এইচ//