ক্রিকেট

শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক আসালাঙ্কা

চলমান ভারত সিরিজের মধ্যেই শ্রীলঙ্কার নতুন ওডিআই অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন চারিথ আসালাঙ্কা। কুশল মেন্ডিসের জায়গায় স্থালাভিষিক্ত হলেন তিনি। এর আগে চলতি সিরিজের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব দেওয়া হয় আসালাঙ্কাকে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। এরমধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি পর্ব। যেখানে তিন ম্যাচের তিনটি’তেই জিতেছে ভারত। আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে ওডিআই পর্ব। এরমধ্যে পঞ্চাশ ওভারের ক্রিকেটে নতুন দলনেতা ঘোষণা করলো লঙ্কান বোর্ড।

গত বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার নির্বাচকরা মেন্ডিসকে ওডিআই অধিনায়কের দায়িত্ব দেন। যদিও ২০২৩ বিশ্বকাপে লঙ্কানদের কিছু ওডিআই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মেন্ডিস। মেন্ডিসের নেতৃত্বে ৮ টি ম্যাচের মধ্যে ৬ টি’তেই জয়ী হয় শ্রীলঙ্কা।

হাসারাঙ্গার সরে যাওয়ার পর টি-টোয়েন্টির নেতৃত্বে আসালাঙ্কাকে দেখতে পাওয়া অনেকখানি স্বাভাবিক ছিল। তবে হঠাৎ করে ওডিআই এর নেতৃত্বে এই অলরাউন্ডারকে দেখা যাবে তা কিছুটা অবাক করেছে।

ব্যাটার হিসেবে লঙ্কানদের হয়ে বেশ ধারাবাহিক আসালাঙ্কা। ৫২ ইনিংস খেলে ৯০ এর ওপরে স্ট্রাইক রেট রেখে ৪৩.৫৯ গড়ে ব্যাট করেছেন তিনি।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন