বাংলাদেশ

হাইকোর্টে যেতে বাধা, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা এবং তাদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক।

বুধবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে মিছিল সহকারে হাইকোর্টের দিকে যাত্রা করেন।

এসময় মিছিলটি শিশু একাডেমির সামনে যাওয়ার পরই পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার পর শিক্ষক-শিক্ষার্থীরা দোয়েল চত্বরে অবস্থান নেন। এসময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, আজকের কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রাতে জানান, বুধবার দুপুর ১২টায় দেশের সব আদালত চত্বর, ক্যাম্পাসে ও রাজপথে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন