আর্কাইভ থেকে বাংলাদেশ

৬৩৭ কোটি টাকার সার কিনছে সরকার

৬৩৭ কোটি টাকার সার কিনছে সরকার

বিদেশ থেকে  ৬৩৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৫০২ টাকা ব্যয়ে ৯০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মরক্কো ও কাতার থেকে এ সার কেনা হবে। এরমধ্যে টিএসপি ৩০ হাজার টন ও ইউরিয়া ৬০ হাজার টন। জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

মো. আব্দুল বারিক জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দুটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে দুটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে ১০টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অনুমোদন দেয়া প্রস্তাবগুলোর মোট অর্থের পরিমাণ ১ হাজার ৯০৩ কোটি ৮৭ লাখ ১ হাজার ৯২৩ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন