আর্জেন্টিনা-ফ্রান্স দ্বৈরথ এবার অলিম্পিকে
ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই অন্যরকম লড়াই। তা সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালে দেখেছে দর্শকেরা। এছাড়াও ২০১৮ বিশ্বকাপের কথা স্মরণ করলেও দেখা যায়, ফরাসিদের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আলবিসেলেস্তরা। এবার আবারও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১ টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।
ফ্রান্সের কাছে কিছুটা প্রতিশোধ হয়েও ধরা দিতে পারে এই ম্যাচ। যদিও সেই ম্যাচটি ছিল বিশ্বকাপ ফাইনাল, খেলেছে জাতীয় দল। আর অলিম্পিকে অনূর্ধ-২৩ এর ছেলেরা খেলছে। তবুও কিছুটা স্মরণ তো থাকবেই ফ্রান্সের তরুণদের সামনে- যখন প্রতিপক্ষ হিসেবে তারা আকাশী-নীলদের পাচ্ছে।
শুধু তাই নয়, কিছুদিন আগে কোপা আমেরিকার ফাইনাল জিতেছে আর্জেন্টিনা। সেই ফাইনাল জেতার পর উদযাপন করতে গিয়ে ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে অনেকখানি কটু কথা বলে দেয় আর্জেন্টাইন খেলোয়াড়েরা। যা নিয়ে পরে নানা ঘটনার সৃষ্টি হয়। আর্জেন্টিনা দল এরপর ক্ষমা প্রার্থনাও করে।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচ নিয়ে ছিল নানা বিতর্ক। শেষ পর্যন্ত গ্রুপ রানারআপ হয়ে কোয়ার্টারে উঠেছে হাভিয়ের মাশচেরানোর দল। অন্যদিকে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
এম এইচ//