ক্যাম্পাস

বৃষ্টির মধ্যেই ব্র্যাক ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের মিছিল

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী-জনতাকে হত্যার প্রতিবাদে ও ৯ দফা দাবি বাস্তবায়নে গণমিছিল কর্মসূচি পালন করেছেন ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কয়েকশ’ শিক্ষার্থী। মিছিলটি  রামপুরার বিভিন্ন এলাকা ঘুরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যাল্যয়ের সামনে গিয়ে শেষ হয়।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শিক্ষার্থীদের এই গণমিছিল শুরু হয়।

শিক্ষার্থীরা জানান,  গণমিছিলটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজ ঘুরে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা ব্রিজ হয়ে দুপুর ১২টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়।

এসময়ে পুলিশের ২৫-৩০ জনের একটি দলকে শিক্ষার্থীদের গণমিছিলের সঙ্গে সঙ্গে চলতে দেখা যায়।

শিক্ষার্থীরা এসময়ে পুলিশকে উদ্দেশ্যে করে তাদের আন্দোলনে আসার কারণ জানতে চান। একইসঙ্গে তাদের চলে যেতে বলেন।

শিক্ষার্থীরা আরও জানান, দেশে অস্থির পরিবেশের মধ্যে সারা দেশে শিক্ষার্থী-জনতাকে হত্যা করা হয়েছে। গণগ্রেপ্তার করা হচ্ছে। তাদের আন্দোলনে  সারা দেশের মানুষ যোগ দিয়েছেন। যত দিন না দাবি মানা হবে এবং শিক্ষার্থী জনতাকে হয়রানি বন্ধ করা হবে, ততোদিন তারা রাজপথে থাকবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন