নরসিংদীতে ‘ছাত্র-জনতার গণমিছিলে’ যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত ১২
নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলে’ ছাত্রলীগের হামলায় অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর ৩টার দিকে শহরের উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ হামলা চালিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলন ও ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলের’ অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের জড়ো হয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের নেতৃত্বে একটি মিছিল লাঠি-পাইপ ও রড নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চড়াও হয়। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীরা লাঠি ও রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল নিয়ে ফিরে যায়।
ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, তেমন বড় কোনোকিছু হয়নি। হালকা ধাক্কাধাক্কি হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
জেএইচ