শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন জামাল ভূঁইয়া
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যপক আন্দোলন ও উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। এবার এই আন্দোলনে সংহতি জানিয়েছেন, বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা এই আন্দোলনে সংহতি জানিয়ে যাচ্ছেন প্রতিদিন।
জামাল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন তিনি। পাশাপাশি আহ্বান জানান দেশের রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট করা না হয়।
এই তারকা ফুটবলার বলেন, ‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি। ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।'
বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করেন, ‘কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখাই। তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।'
উল্লেখ্য, কোটা সংস্কার নিয়ে জুলাই মাসের শুরু থেকে দাবি ও আন্দোলন করে আসছিলেন দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা।
এম এইচ//