আইন-বিচার

৪২ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংস ঘটনায় গ্রেপ্তার ৪২ এইচএসসির পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) ঢাকার আদালত এ রায় দেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছিল।

শিক্ষার্থীদের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া সিজিএম আদালতে আরও পাঁচ পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে।

এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেবে সরকার।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন