হাল ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পাওয়া এখন কালেভদ্রের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ সময় চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরেই কাটাতে এই ব্রাজিলিয়ানকে। এই দৃশ্য পরিচিত দর্শকদের কাছে। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার।
২০২৩ সালের অক্টোবরে চোটে আক্রান্ত হন নেইমার। এরপর আর মাঠে ফেরেননি তিনি। এরমধ্যে হয়ে গেছে কোপা আমেরিকা ২০২৪। যেখানে খেলা হয়নি এই তারকা ফুটবলারের। ভক্তরাও অনুভব করছেন এই শুন্যতা।
ব্রাজিলিয়ান ও নেইমার ভক্তদের জন্য সুখবর। নয় মাসের মতো মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরতে যাচ্ছেন এই ফরোয়ার্ড। শুরু করেছেন অনুশীলন। ফিটনেস অনুশীলনের কিছু ছবি ও ভিডিও নেইমারের ক্লাব ‘আল হিলাল’ থেকে প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন নেইমার। যেখানে তিনি লিখেছেন, ‘আমার চোটে পড়ার দিনগুলো ছিল খুব কঠিন। এমন দিনও এসেছে, যখন মনে হয়েছে হাল ছেড়ে দেই। এর ভেতর দিয়ে যাওয়া আসলে অনেক কঠিন।‘
যদিও এমন পরিস্থিতির সম্মুখীন হলেও, হাল ছাড়েননি নেইমার। বরং মনে করেছেন, প্রতিদিন লড়াই চালিয়ে যাবেন। তিনি যা চান, তা না পাওয়া পর্যন্ত- থামতে চান না এই তারকা ফুটবলার।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে ফেরার জন্য তৈরি হতে পারেন নেইমার।
এম এইচ//