প্রশ্নপত্র ফাঁস: আরও ২ বিষয়ের পরীক্ষা স্থগিত
দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ফাঁসের কারণে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আরও দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়গুলো হলো-জীববিজ্ঞান ও উচ্চতর গণিত। এই নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট ছয়টি পরীক্ষা স্থগিত করা হলো।
এসব মধ্যে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চারটি বিষয়ের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো গণিত (আবশ্যিক), রসায়ন, কৃষি ও পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর ওই চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে এসএসসি ও সমমানের পরীক্ষার অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ফরাজ উদ্দিন তালুকদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এখন পর্যন্ত প্রশ্নফাঁসের ঘটনায় কুড়িগ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বছর প্রায় ২ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২১ লাখ ২১ হাজার ৩৮৬ জন কম।