অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
সাভারের আশুলিয়ায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার জোনাল তিতাস গ্যাস ট্রান্সিমশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমেটড।
বুধবার (২১ সেপ্টেম্বর) সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে দুপুর থেকে রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ছয়শত বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।
আবু সাদাত বলেন, এখনো একটি অসাধু চক্র আমাদের মূল লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করছে।
তিনি জানান, আগামীতেও আমাদের এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান চলমান থাকবে।
উম্মে রুম্মান