রওশন এরশাদ কিছু ব্যক্তির কাছে জিম্মি: চুন্নু
রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন বলে বিশ্বাস করি না। তবে, রওশন এরশাদ তার ছেলে সাদ এরশাদসহ আরও দু-এক জনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। বললেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির নেতৃত্ব প্রশ্নে তোড়জোড় শুরু হয়েছে। যার কারণে দলটির মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দিয়েছে। প্রকাশ্যেই একে অন্যের বিপক্ষে কথা বলছেন। এমনকি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নির্দেশও আমলে নিচ্ছে না দলটির নেতারা।
তিনি বলেন, বুধবার বেগম রওশন এরশাদের যে চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সে চিঠি আমরা আমলেই নিচ্ছি না।
চুন্নু বলেন, সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দলের গঠনতন্ত্রের ২০ ধারার একজন সুবিধাভোগী। এখন গঠনতন্ত্র ও ২০ ধারা নিয়ে তার কথা বলাটা স্ববিরোধিতা। জি এম কাদেরের নেতৃত্বে জাপা ঐক্যবদ্ধ আছে। দলে কোনো বিভেদ নেই, কোনো ষড়যন্ত্রই দলের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।
এর আগে, বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মশিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিংবা বাদ দেয়া সবাইকে ফিরিয়ে আনতে জি এম কাদেরকে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
বিপ্লব আহসান