আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকায় এসেছেন ভারতের নতুন হাই কমিশনার প্রণয় ভার্মা

বিক্রম দোরাইস্বামীর বিদায়ের পর ভারতের বাংলাদেশ মিশনের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন প্রণয় কুমার ভার্মা।

গেলো বুধবার ( ২১ সেপ্টেম্বর )ভারতের নতুন হাই কমিশনার রাতে ঢাকায় পৌঁছেছেন বলে খবর পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

২০২০ সালের অক্টোবর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসা বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয়। হাই কমিশনার হয়ে দোরাইস্বামী যুক্তরাজ্যে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন প্রণয় ভার্মা।

ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে হাই কমিশনার করে ঢাকায় পাঠানোর কথা জুলাইয়ের শেষে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা প্রণয় ভার্মা এর আগে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের জুলাইয়ে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হয়ে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব ছিলেন তিনি।

এর আগে ২০১৭ সাল পর্যন্ত ভারতের পরমাণু কূটনীতি নিয়ে কাজ করা অ্যাটমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলেছেন প্রণয় ভার্মা।

যন্ত্রকৌশলে স্নাতক করা প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে আসার আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন।

যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার উপর স্নাতকোত্তর করেছেন তিনি।

 

বিপ্লব আহসান 

এ সম্পর্কিত আরও পড়ুন