চুরির সময় হাতেনাতে ধরা নাবিক-মাস্টারসহ ৯ জন
জাহাজ থেকে স্ক্র্যাপ চুরির সময় নাবিক-মাস্টারসহ ৯ জন ধরা
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ সরানোর সময় হাতেনাতে ৯ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। গ্রেফতার নয়জনের মধ্যে নাবিকসহ সাতজন ওই জাহাজে কর্মরত ছিলেন। বাকি দু’জন চোরচক্রের সদস্য।
গেলো বুধবার (২১ সেপ্টেম্বর) নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গভীর রাতে কর্ণফুলী নদীর ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৯ জন হলেন জাহাজের মাস্টার জসীম উদ্দিন (৪০), সুকানি মোক্তার হেসেন (৩৭), নাজমুল হাসান (২৪), মো. রাজীব খলিফা (২৫), গ্রিজার মো. করিম উদ্দিন (২২), লস্কর আব্দুর রহিম (৩০) ও মো. জাহিদ (২১) এবং চোরচক্রের সদস্য মো. কালাম (৩৮) ও মো. আব্দুল (২৪)।
ওসি এবিএম মিজানুর রহমান বলেন, এমভি টিটু-সেভেন নামে জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন। তাদের স্টিল কারখানার জন্য আমদানি করা স্ক্র্যাপ নিয়ে জাহাজটি কর্ণফুলীর ডায়মন্ড সিমেন্ট ঘাটে নোঙ্গর অবস্থায় ছিল। গভীর রাতে জাহাজের নাবিক-কর্মচারীরা মিলে সেই স্ক্র্যাপ গোপনে সরিয়ে নিচ্ছিল বিক্রির জন্য। আমাদের টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার নয়জনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিপ্লব আহসান