ঢালিউড

কোটা আন্দোলন: সংহতি জানাতে রবীন্দ্র সরোবরে আসছেন সংগীত শিল্পীরা

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সেই শুরু থেকেই সরব দেশের শোবিজ অঙ্গন। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে দেশের শিল্পীরা। তাই এবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করবেন বাংলাদেশের সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংহতি সম্মিলন প্রসঙ্গে  সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু ফেসবুকে লিখেছেন, ‘আমাদের শিক্ষার্থীদের সাথে এই সংহতি হোক শান্তিপূর্ণ। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করবো, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসাথে এই গানগুলি প্ল্যাকার্ডে নিয়ে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে, আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আমাদের সব মিউজিশিয়ানদের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসাথে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সাথে সংহতি প্রকাশ করবো।'

তিনি আরও লিখেছেন, মূলত ধানমন্ডি রবীন্দ্র সরোবরের পাশের ৮/এ পার্কে এই ইভেন্ট সঙ্গীতশিল্পীদের একটি নীরব প্রতিবাদ ও শান্তিপূর্ণ সমাবেশ। একই সাথে ঢাকার বাইরে যেসব মিউজিশিয়ান আছেন তারা নিজ নিজ জেলা/ উপজেলায় শিল্পকলা একাডেমী অথবা নির্দিষ্ট কোনো স্থানে দাঁড়িয়ে একইসময় এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করবেন।

ইভেন্টের সাথে সংশ্লিষ্ট একজন শিল্পী জানান, এটি কোনো প্রথাগত কনসার্ট নয়। ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আমরা, বাংলাদেশের শিল্পীরা, তাদের জন্য দাঁড়াচ্ছি। গান আমাদের প্রাণ, তবু এখানে আজ কোনো গান নয়, সংহতি প্রকাশ করা হবে।

শিল্পী এলিটা করিম ফেসবুকে লিখেছেন, ‘গেট আপ, স্ট্যান্ড আপ। শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরা শিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্র সরোবরে। গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করবো।’

জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, ‘হতেও পারে আমাদের এই মিলনমেলা-ই এক ইতিহাস…’।

তিনি আরও লিখেছেন, ‘কাল কোনো কনসার্ট হবে না। এখন কনসার্টের সময় না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ছাত্রদের সাথে সংহতি জানাবো।’

কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সংগীতশিল্পীরা তাদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ স্ট্যান্ডআপ’। এ শিরোনামের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক প্রমুখ।

ইতোমধ্যে দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড ও শিল্পীরা সামাজিক মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছে ব্যান্ড মাইলস, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, কুঁড়েঘর, মেকানিক্স, ক্রিপটিক ফেইট, সুরকার প্রিন্স মাহমুদ, গায়ক পার্থ বড়ুয়াসহ আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী।

এদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে জোরাল কণ্ঠে আওয়াজ তুলতে দেখা যায় দেশের প্রথম সারির অভিনয়শিল্পীদের।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন