বাংলাদেশ

সাংবাদিকরা কোনো পক্ষ না: রুহুল আমিন গাজী

সাংবাদিকরা কোনো পক্ষ না। তারা পেশাগত দায়িত্ব পালন করেন। তাদের ওপর হামলা কেন? তারা নিহত কেন? তারা আহত কেন? তাদের পরিবার চলবে কিভাবে? বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী।

শনিবার (৩ আগস্ট)  জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন গাজী বলেন,  শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ৪ জন সাংবাদিক। আহত হয়েছেন আরও অনেকে। আমরা তাদের বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

গাজী আরও বলেন, সরকারের অত্যাধিক স্বৈরাচারী আচরণের কারণে আজ দেশের এ অবস্থা। সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন ছিল যৌক্তিক। তাদের আবেদন মেনে নেয়া উচিত ছিল। কিন্তু সরকার তা মেনে না নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা সকল হত্যার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সৈয়দ আবদাল হোসেন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন