অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশের ইমরানুর ও সোনিয়া
প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশের ইমরানুর রহমান ও সোনিয়া খাতুন। স্প্রিন্টে অংশ নিয়েছিলেন ইমরান, সাঁতারে অংশ নেন সোনিয়া। দুজনেই আলাদা আলাদা হিটে বিদায় নিয়েছেন।
বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে খ্যাত ইমরানুর। তিনি ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে দৌড়েছেন। ইমরানুর প্রথম ৫০ মিটার বেশ ভালো দৌড়েছেন। তবে শেষদিকে ষষ্ঠ হয়ে বিদায় নিতে হয়েছে তাকে। তার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়ে আজ অনেকখানি খারাপ পারফরম্যান্স করেন ইমরানুর।
এর আগে ইংল্যান্ডের স্থানীয় একটি প্রতিযোগিতায় ১০০ মিটার ইভেন্টে ১০.১১ টাইমিং করেছিলেন ইমরান। এখন পর্যন্ত এই ক্রীড়াবিদের ক্যারিয়ার সেরা টাইমিং এটাই।
এদিকে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল থেকে বিদায় নেন সোনিয়া। তিনি ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। সোনিয়া ৩০.৫২ সেকেন্ড সময় নেন।
বাংলাদেশের একমাত্র নারী প্রতিযোগী হিসেবে অলিম্পিকে ছিলেন সাঁতারু সোনিয়া। ৫০ মিটার ফ্রি স্টাইলে তার সেরা টাইমিং ছিল ৩০.১১ সেকেন্ড।
এম এইচ//