ক্রিকেট

পিসিবির কোনো দায়িত্ব নিতে আগ্রহী নন ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কোনো দায়িত্ব নিতে আগ্রহী নন ওয়াসিম আকরাম। সম্প্রতি তাকে ক্রিকেট বোর্ডের নির্বাহী বিভাগের প্রধান হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

নির্বাহী বিভাগের প্রধান বা পিসিবি চেয়ারম্যানের পরামর্শক- এমন একটি দায়িত্ব দেয়া হতো ওয়াসিমকে। তবে সাবেক এই ক্রিকেটারের অন্য আরও দায়িত্ব রয়েছে, যার কারণে নতুন দায়িত্ব গ্রহণে তিনি অনাগ্রহী।

মূলত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মন্ত্রীসভার দায়িত্বও পালন করে থাকেন। বোর্ডে সময় দেওয়া নিয়ে কিছু সমালোচনার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। যার ফলে প্রশাসনিক দায়িত্বে নতুন মুখ আনার ব্যাপারে তিনি এখন আগ্রহী।

পাকিস্তানি গণমাধ্যমের দেওয়া তথ্যমতে, সম্প্রতি ওয়াসিম আকরামের সাথে যোগাযোগ করেছিলেন নাকভি।

এদিকে পিসিবির নতুন দায়িত্বে দেখা যেতে পারে আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুসকে। জানা যাচ্ছে, ওয়াকারকে পিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। যেরকম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন রব কি, সেধরনের দায়িত্ব পালন করতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারও।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন