কক্সবাজারে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত
কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনতার শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার শান্তিপূর্ণ এ সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল।
শনিবার (৩ আগষ্ট) বিকেলে কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচির আলোকে কক্সবাজার শহরের কালুরদোকান, হলিডে মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা৷
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন কক্সবাজার শহরের বাসটার্মিনালে দীর্ঘ ২ ঘণ্টা কর্মসূচী পালন করেন৷ পরে সেখান থেকে তারা শহরের প্রবেশদ্বার লিংক রোডে যান। সেখানে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় অভিভাবক এবং সাধারণ মানুষজনও।
এসময় কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সশস্ত্র হামলা, আইনশৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার ও সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে নানা স্লোগান ধরে বিক্ষুব্ধ জনতা। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আওয়ামী লীগ সরকারের পতন এর দাবি করেন তারা।
এসময়ে রাস্তার একপাশে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম অবস্থান করতে দেখা যায়।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের টানা কর্মসূচির অংশ হিসেবে তারা মাঠে নেমেছে। শহরের বাসটার্মিনাল ও লিংকরোডে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করেন তারা।
আই/এ