দূর্গাপূজার সময় রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ
আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ড ও পাবলিক পরীক্ষা বন্ধ, নিরাপত্তা জোরদার, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা থেকে বিরত থাকাসহ ২১ দফা দাবি জানিয়েছে পরিষদের নেতারা। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনটি আবেদন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিষদের সভাপতি জে এল ভৌমিক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিনটি আবেদন হলো-
প্রথমত, দূর্গাপূজার চলাকালীন সময় রাজনৈতিক সকল কর্মসূচি বন্ধ রাখা।
দ্বিতীয়ত, পূজাসহ সকল প্রধান ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা বন্ধ রাখা।
তৃতীয়ত, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আরও জানান, দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে ১২-১৩টি মন্দিরে ভাঙচুর ও হামলা হয়েছে। এ অবস্থায়, দেশজুড়ে পূজা মণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুরু ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে। আর ১ অক্টোবর শুরু হবে মূল পূজার আনুষ্ঠানিকতা যা ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
এ বছর সারাদেশে দূর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ৩২ হাজার ১৬৮টি। যা গত বছরের তুলনায় ৫০টি বেশি। এরমধ্যে ঢাকা মহানগরে ২৪১টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।
তাসনিয়া রহমান