বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
আন্দোলনের নামে নাশকতা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত হাতে দমন করবে। আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
রোববার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।
তিনি বলেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে দমানো বা থামানোর জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা।
গণভবনে আজকে নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাকলে গোটা দেশের মানুষও আসবে। কিন্তু আমরা সংঘর্ষ চাই না। অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। আলাপ-আলোচনার মাধ্যম শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাই। সন্ত্রাসীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আসলে আন্দোলনকারীদের কোটা কোনো দাবি ছিল না, তাদের কি চাহিদা সেটা গতকালকে প্রকাশ পেয়েছে। আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে।
সহিংসতা বন্ধ না হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। প্রধানমন্ত্রী সহিংসতা বন্ধে জনগণকে এগিয়ে আসতে বলেছেন, বলেও জানান তিনি।