আর্কাইভ থেকে ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রথম ইনিংসের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছিল সফরকারী শ্রীলঙ্কা। উইন্ডিজ ১০২ রান লিড নিলেও ফার্নান্দো-থিরিমান্নের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এতে করে তৃতীয় দিন শেষে ২৫৫ রানে হারিয়েছে ৪ উইকেট। যেখানে ১৫৩ রানের বড় নিয়ে উল্টো উইন্ডিজদের চাপে ফেলেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৬৯ রানের জবাবে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ২৭১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন রাহকিম কর্নওয়াল। শ্রীলঙ্কার পক্ষে ৫টি উইকেট শিকার করেন সুরাঙ্গা লাকমল।

প্রথম ইনিংসে ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। যেখানে দলীয় ৮ রানেই অধিনায়ক দিমুথ করুণারত্নেকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে ১৬২ রানে জুটি করে থিরিমান্নে ও ওসাদা। তবে সেঞ্চুরির স্বপ্ন দেখতে থাকা ওসাদা ফেরেন ৯১ রানে।

এরপর থিরিমান্নে ২০১ বলে ৭৬ রান করে বিদায় নেন। ধনঞ্জয় ডি সিলভা ও পাথুম নিশাঙ্কা ৬৬ রানের অবিছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেন। ডি সিলভা ৪৬ ও নিশাঙ্কা ২১ রানে অপরাজিত আছেন। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন