জাতীয়

রাজধানীতে পুলিশ সদর দপ্তর ও ডিএনসিসি ভবনে আগুন

রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুটি ভবনে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার (৫ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে এসব হামলার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা  এ কে এম কামরুল আহসানও বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন। তিনি জানান,  রাত পৌনে ৮টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা।  তবে ওই সময় পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন না বলেও তিনি জানান।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা “মার্চ টু ঢাকা” কর্মসূচিতে ঢাকায় ছাত্রজনতার ঢল নামে। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার পরই দেশের বিভিন্ন জায়গায় থানা ও সরকারি অফিস ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে।

শেখ হাসিনার দেশত্যাগের  পর বিক্ষোভকারীদের একটি অংশ গণভবনে প্রবেশ করে। এসময় আন্দোলনকারীদের অনেককে গণভবনের বিভিন্ন জিনিস লুপপাট করতে দেখা গেছে। সেখানে থাকা সব জিনিস যে যেভাবে পারছেন নিয়ে নিয়েছেন।

অন্যদিকে, বিক্ষোভকারীদের আরেকটি অংশ জাতীয় সংসদ ভবনের গেট ভেঙে ভেতর ঢুকে পড়ে। বিভিন্ন ভিডিওতে সংসদ ভবনের ভেতরে তাদের নাচানাচি করে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

এছাড়া,শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপর লাখো মানুষ রাস্তায় নেমে আসা। তারা উল্লাস প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের অফিসসহ  বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন