জাতীয়

রাতে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আজ (সোমবার) রাতে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন। সেখানে সংসদ ভেঙে দেয়াসহ সার্বিক বিষয়ে কথা বলবেন। জানালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরআগে বঙ্গভবন থেকে বেরিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রধান এখন রাষ্ট্রপতি, তাকে সহযোগিতা করবে সেনাবাহিনী।

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজনের নাম প্রস্তাব করা হবে যাকে সবাই মোটামুটি মেনে নেবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠকে অংশ নেয়া সবাই একমত হয়েছেন। তবে এই সরকার কত সদস্য বিশিষ্ট হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন