জাতীয়

শেখ হাসিনার আগেই দেশ ছেড়েছেন যারা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে দাবি শিক্ষার্থীরা শুরু করেছিল- তা এক গণদাবির মুখোমুখি করে আওয়ামী লীগ সরকারকে। অহিংস এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এরমধ্যে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।

গণমাধ্যমের সূত্রমতে, শেখ হাসিনার দেশত্যাগের আগেই আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছেড়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (৪ আগস্ট) নিরাপদ স্থানে চলে গেছেন বলে জানা যায়। ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিয়মিত তাকে সংবাদ সম্মেলনে দেখা গেলেও, শনিবারের (৩ আগস্ট) পর থেকে তাকে আর গণমাধ্যমের সামনে দেখা যায়নি।

গণমাধ্যমের একটি সূত্র মতে, রোববার রাতে দেশত্যাগ করে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্য একটি সূত্রমতে, তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন বলে জানা যায়। আরও জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রোববার রাতে দেশ ছেড়েছেন। আইনমন্ত্রী আনিসুল হকের দেশ ত্যাগের খবরও গণমাধ্যমে ভাসছে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন