আন্তর্জাতিক

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাত দিয়ে জানা যায়, আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে।

সর্বদলীয় এই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে আলোচনা করবেন বলে জানা যায়।

শিক্ষার্থী-জনতার আন্দোলনের তীব্রতায় সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে উড়াল দেন ভারতের উদ্দেশ্যে। বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার সহযোগে তিনি দেশ ছাড়েন। শেখ হাসিনার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন