আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মন্ত্রিসভার সম্ভাব্য ছয় সদস্যের নাম ঘোষণা

নতুন মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন মন্ত্রীদের বেশিরভাগই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে।

স্থানীয় সময় সোমবার ঘোষণা করা হয় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও বাইডেনের দীর্ঘদিনের সহযোগী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিউবান বংশোদ্ভূত মার্কিনি আলেহান্দ্রো মেয়োরকাস পেয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব।

গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন সিআইএ'র সাবেক উপ-পরিচালক এভরিল হাইন্স। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যাক সালিভ্যান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে লিন্ডা টমাস গ্রিনফিল্ডের নাম ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রীর নাম ঘোষণা করা না হলেও নিয়োগ পেতে যাচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান জ্যানেট ইয়েলেন।

মন্ত্রিসভার ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাইডেন বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই, যাঁরা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন। যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।

এখন সিনেট অনুমোদন দিলেই আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাবেন তারা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন