ঢাকায় ডিজিএফআইয়ের হাতে কেউ আটক নেই
ঢাকায় ডিরেকটরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স (ডিজিএফআই) এর হাতে আর কেউ আটক নেই বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৭ আগস্ট) সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকারকর্মীদের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদরদপ্তরে গেলে এ তথ্য জানায় সংস্থাটি।
শিরিন হক জানান, ডিজিএফআই এর হাতে কেউ আটক নাই। বিষয়টি তাদের খতিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনে এখন সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডিজিএফআই জানিয়েছে, তারা যৌথ কমিশন গঠন করে খতিয়ে দেখবেন দেশের অন্যান্য জায়গায় সেনাদের হাতে কেউ গুম হয়ে আছেন কি না।
তবে এ বক্তব্যে ভুক্তভোগী পরিবাররা অসন্তুষ্ট হয়ে ডিজিএফআইয়ের সদরদপ্তরের সামনে বিক্ষোভ করেন।
ডিজিএফআইয়ে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন, অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান, মায়ের ডাক এর সহপ্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি ও শিক্ষাবিদ সিআর আবরার।
আই/এ