জাতীয়

রাজধানীতে ডাকাতি খবর পেলে যেভাবে জানাবেন বিজিবিকে

রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীতে ডাকাতি খবর পেলে বিজিবিকে ফোন করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম   গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজিবি জানায়, রাজধানী ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য যোগাযোগ করুন: ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫ নম্বরে।

এর আগে শেখ হাসিনার পতনের পরে দেশের বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্যরা থানা ত্যাগ  করলে অরক্ষিত হয়ে পড়ে পুরো দেশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন