বাংলাদেশ

নরসিংদীতে ১১ দফা দাবি নিয়ে পুলিশের বিক্ষোভ

এগারো দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে নরসিংদীতে কর্মবিরতি পালন করছে অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। দাবি আদায়ে দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ৪ টায় নরসিংদী পুলিশ লাইনস মাঠে দাবি আদায়ে ও কর্মবিরতির সমর্থনে এই কর্মসূচি পালন করেন জেলার ৬ শতাধিক পুলিশ সদস্য।

বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে তারা বলেন, ১১ দফা পূরণ না হওয়া অবধি কর্মে ফিরবেন না তারা।

সেসময় তারা 'বিসিএসের দালালি, চলবে না চলবে না', 'মন্ত্রীদের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'বিপ্লবদের দালালি, চলবে না চলবে না', 'মনিরের দালালি চলবে না চলবে না', 'আইজিপির দালালি, চলবে না চলবে না', 'হৈ হৈ রৈ রৈ দালাল ডিবি হারুন গেলি কৈ', 'আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন, 'আমরা দেশবাসীর শত্রু হতে চাই না। আমরা জনগণের বন্ধু হতে চাই। আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী-এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি যেভাবে ইচ্ছা ব্যবহার করেছে। আমরা আর এসব দলাদলিতে থাকতে চাই না। পুলিশ বাহিনীর দালালদের কারণে আমরা এবং আমাদের পরিবার এখন অনিরাপদ। পুলিশ সদস্যদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।'

বিক্ষোভ মিছিলে অধস্তন পুলিশ কর্মকর্তা সদস্যদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. ফজল-ই খোদা পলাশ ( প্রশাসন ও অর্থ) ও শামসুল আরেফিন (ডিএসবি) এর উপস্থিতি দেখা যায়।

পুলিশ সুপার বলেন, আমি সারা বাংলাদেশের পুলিশের দায়িত্ব কি নিতে পারবো? আমি সবসময় আপনাদের সঙ্গে থেকেছি। আমার সন্তানরা আমার কাছে যেমন, প্রত্যেকটা পুলিশ সদস্য আমার কাছে তেমন। আশা করছি শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা ঘুরে দাড়াঁবো।

এ সম্পর্কিত আরও পড়ুন