বাংলাদেশ

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারী। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে মো. হারুন-উর-রশীদ আসকারী নিয়োগ পাওয়ার ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন।

শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন। বাংলা একাডেমি ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেলো ২৪ জুলাই মো. হারুন-উর-রশীদ আসকারী বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তাঁর প্রবন্ধ ও বেশ কয়েকটি বই আছে।

উল্লেখ্য, অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর আগে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন