অর্থনীতি

ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকে গোলাগুলির  সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১১ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করার পরে এসব প্রতিষ্ঠানের আগামীর কার্যক্রম প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সপ্তাহখানেক সময় লাগবে। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না। আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রেখে দ্রুত সব শেষ করার পরামর্শ দেয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যানের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন