আন্তর্জাতিক

গাজার স্কুলে ইসরাইলের হামলার নিন্দা জানালো কমলা হ্যারিস

ফিলিস্তিনের গাজায় একটি বিদ্যালয়ে ইসরাইলি হামলায় প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।   

শনিবার (১০ আগস্ট) ইসরাইলের বিমান হামলায় আল তাবাইন বিদ্যালয়ে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

হামলা প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, ‘গাজায় আরেকবার অনেক বেসামরিক লোকের প্রাণহানি ঘটল।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে , আক্রান্ত স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ইসরায়েল বাহিনী দুই হাজার পাউন্ডের (একেকটি) অন্তত তিনটি বোমা ফেলে। স্থানীয় এক হাসপাতালের পরিচালক বিবিসিকে জানান, হামলায় ওই ভবনে ৭০ জনের বেশি নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, হামলার শিকার আল–তাবাইন বিদ্যালয় হামাস ও ইসলামিক জিহাদের স্থাপনা হিসেবে ব্যবহার হচ্ছিল।

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন