জাতীয়

যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দেয়ার অঙ্গীকার করিনি : পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন বা বঙ্গোপসাগরে কোন অংশ তুলে দেয়ার অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার করেনি বলে জানিয়েছেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দিয়ে দেয়ার কোনো অঙ্গীকার সরকার করেনি। আর তার খুব সন্দেহ যে, রাস্তায় ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে! এমনটি অসম্ভব।

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় থাকতে পারতেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন