আজ থেকে চালু হলো মেইল-কমিউটার ট্রেন
লম্বা সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সারা দেশে শুরু হয়েছে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। সূচি অনুযায়ী ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ আগস্ট (মঙ্গলবার) থেকে সারাদেশের মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। পাশাপাশি ১২ আগস্ট (সোমবার) থেকে শুরু হয়েছে মালবাহী ট্রেনের চলাচল। আন্তঃনগর ট্রেন চলাচল ১৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে চলবে।
জানা যায়, আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাচ্ছে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ১৮ জুলাই থেকে বিভিন্ন স্থানে ট্রেন বন্ধ ছিল। এরপর ধাপে ধাপে ট্রেন বন্ধ হওয়ার পর ১৯ জুলাই থেকে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। সে হিসেবে দীর্ঘ ২৪ দিন পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
এম এইচ//