বাংলাদেশ

বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ

ভারতে ইলিশের দামে আগুন

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি আপাতত বন্ধ রয়েছে । আর সরবারহে ঘাটতি দেখা দেয়ায় কলকাতা ও ত্রিপুরাতে বেড়ে গেছে ইলিশের দাম। আবার অবৈধপথে ভারতে যাওয়া কিছু মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।    

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসাবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন।

২০১২ সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিতো শেখ হাসিনার সরকার।

শঙ্কর পাল নামে কলকাতার এক মাছ ব্যবসায়ী বলছেন, ‘বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। যেসব ইলিশ অবৈধভাবে আসছে, তা আমরা ইতোমধ্যেই এক কেজি ইলিশ ১৮০০ রুপিতে বিক্রি করছি।’ 

সংবাদমাধ্যমটি আরও বলছে, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এবং সেখানে সুস্বাদু এই খাবারের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার বলেন, ‘সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে।’ 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন