খেলাধুলা

বাংলাদেশ সিরিজে নতুন ব্যাটিং অর্ডারে বাবর আজম!

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাবর আজমের ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম ‘জিও নিউজ’ থেকে পাওয়া তথ্য মতে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যে দুইটি টেস্ট খেলবে, সেখানে বাবরকে ব্যাটিংয়ে দেখা যেতে পারে ৪ নম্বর পজিশনে।  

বাবরের জন্য অবশ্য এই চার নম্বর পজিশন খুব একটা পরিচিত নয়। তিনি প্রথম তিনে ব্যাট করেই অভ্যস্ত। সীমিত ওভারের ক্রিকেটে এর বাইরে তাকে সাধারণত দেখা যায় না। 

জানা যায়, কৌশলগত কারণে ম্যানেজমেন্ট বাবরকে নিয়ে নতুন কিছু ভাবছে। আব্দুল্লাহ শফিক ওপেনিংয়ে থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত। আর শান মাসুদকে তিন নম্বরে রাখা হচ্ছে। এই নতুন ব্যাটিং অর্ডার টপ অর্ডার ও মিডল অর্ডার আরও বেশি মজবুত করার প্রক্রিয়া হিসেবে ধরা হচ্ছে। 

পাকিস্তানের হয়ে বাবরের চার নম্বর পজিশনে খেলা একেবারে অমূলকও নয়। এর আগে ২০২২ সালে পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময় তাকে তিন নম্বর পজিশনে খেলানো হয়। একই বছর ইংল্যান্ডের বিপক্ষেও একই পজিশনে খেলতে দেখা যায় তাকে। 

বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজে বাবরের এই ব্যাটিং অর্ডারের পরিবর্তন লম্বা সময়ের জন্য হতে পারে বলেও জানা যাচ্ছে। 

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডির বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন