অপরাধ

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহতি দেয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা দেয়ার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (গোয়েন্দা) থাকা অবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়া অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত  সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন