বাংলাদেশ

রাজধানীর এক বাসায় মিলল ৩ কোটির বেশি দেশি-বিদেশি মুদ্রা

অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শাহ কামাল নামে এক অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে এসব মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা পাওয়া যায়।

পুলিশ গণমাধ্যমে জানায়, অভিযানে তিন কোটি টাকার বাংলাদেশি নোট ও ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যের সমপরিমাণ বিভিন্ন বিদেশি মুদ্রার নোট পাওয়া গেছে। বিদেশি মুদ্রার মধ্যে ৩০০০ মার্কিন ডলার, ১৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২৯৬৯ সৌদি রিয়াল, ৪১২২ সিঙ্গাপুরি ডলার, ১৯৯৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫০০ কোরিয়ান ওন ও ১৯৯ চাইনিজ ইউয়ান রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন— বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে বাসাটিতে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন