টাইব্রেকারে ৩৪ পেনাল্টি শট, গড়লো যে রেকর্ড
ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে প্রথম লেগে ১ গোলে এগিয়ে ছিলো আয়াক্স। দ্বিতীয় লেগে সেই গোল শোধ দিয়ে ম্যাচে ১-১ সমতা আনে পানাথিনাইকোস।
ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নিয়মানুযায়ী পেনাল্টিশ্যুট আউটে প্রথম দুই দল পাঁচটি করে শট নেয়। সেখানে পানাথিনাইকোস প্রথম শট এবং আয়াক্স পঞ্চম শট মিস করলে সমতা দাঁড়ায় ৪-৪।
এরপর শুরু হয় সাডেন ডেথ। অর্থাৎ দুই দলই একটি করে শট নেবে, যে দল এগিয়ে থাকবে তারাই জয়ী হবে। আর এখানেই শুরু হয় নাটকীয়তা।
পানাথিনাইকোসের খেলোয়াড় গোল দিলে আয়াক্সের খেলোয়াড়ও গোল দেন। পানাথিনাইকোস মিস করলে আয়াক্সের খেলোয়াড়ও মিস করেন।
এভাবে চলতে চলতে টাইব্রেকার গড়ায় ১৭তম রাউন্ড পর্যন্ত। প্রায় ২৫ মিনিট অব্ধি চলে খেলা। শেষ পর্যন্ত পানাথিনাইকোসের টনি ভিলহেনা শট মিস করলেও আয়াক্সের হয়ে বল জালে পাঠান অ্যান্টন গায়েই।
ইউরোপীয় ফুটবলে দীর্ঘ পেনাল্টি শুটের তালিকায় নাম লেখানো ম্যাচটি আয়াক্স জেতে ১৩-১২ গোল।
ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা বলছে, ইউরোপীয় ফুটবলে পেনাল্টি শুটআউটে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে গেল বছরের জুলাইয়ে ইউরোপা লিগের প্রথম কোয়ালিফাইং রাউন্ডে মাল্টার ক্লাব জিরা ইউনাইনেড নর্দান আয়ারল্যান্ডের গ্লেনটোরানকে হারিয়েছিল ১৪-১৩ গোলে।