আর্কাইভ থেকে ফুটবল

পেলে থেকে নেইমার মাত্র দুই গোল দূরে

প্যারিসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবার তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার।

যদিও ব্রাজিলিয়ান খেলোয়াড়রা পুরো ম্যাচে খুব একটা স্বস্তিতে ছিলেন না। এমনিতেই বেশ কিছুদিন ধরে টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচারলিসনের বিপক্ষে সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগে দলের মধ্যেও বিষয়টি নিয়ে খেলোয়াড়রা বেশ বিপাকে রয়েছে। কালও তার ব্যতিক্রম হয়নি। ১৯ মিনিটে রিচারলিসন যখন ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তখন গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে কলা ছুঁড়ে মারার অভিযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উত্থাপন করে সিবিএফ আবারো বর্ণবাদের বিপক্ষে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। এমনকি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের লক্ষ্য করে দুইবার লেজার পেন পয়েন্ট করার কারণে প্রথমার্ধে অল্প সময়ের জন্য ম্যাচ বন্ধ ছিল।

ম্যাচের শুরু থেকেই তিউনিশিয়ার ওপর চেপে বসে সেলেসাওরা। কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতিটা যেন জোড়ালো ভাবে হয়, সেই লক্ষ্য থেকেই রাফিনহার দুই গোলের সাথে নেইমার, রিচারলিসন ও পেড্রো স্কোরশিটে নাম লিখিয়েছেন। এই গোলের মাধ্যমে পেলের সর্বকালের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড থেকে নেইমার এখন আর মাত্র দুই গোল দূরে রয়েছেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে শেষ গোলটি করেছেন পেড্রো।

ম্যাচ শেষে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন, ‘এটা সত্যিই লজ্জার। স্টেডিয়াম জুড়ে এই ধরনের দৃশ্য দেখাটাও কঠিন এক অনুভূতি। দূর্ভাগ্যবশত: বলতে হয় আমরা মানুষের মানসিকতার পরিবর্তন করতে পারবো না, এতে আমাদের কোন হাত নেই। আশা করছি তারা নিজেরাই সেটা বুঝতে পারবো। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে গ্রুপ-জি’র ম্যাচে বিশ্বকাপের যাত্রা শুরু করবে তিতের ব্রাজিল। টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ব্রাজিল কাতারে যাচ্ছে। গত বছর আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে তারা সর্বশেষ পরাজিত হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন